‘রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে চাই, অনুমতি দিন’, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

কলকাতাঃ ভোটের আগেই গোটা রাজ্যে করোনা গণ টিকাকরণের কাজ শুরু হওয়া প্রয়োজন। সেই কারণেই বিপুল সংখ্যক ভ্যাকসিন কিনতে চায় মমতা সরকার। এই বিষয়েই দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “রাজ্যবাসীকে বিনা মূল্যে ভ্যাকসিন দিতে চাই। কোথা থেকে, কোন সংস্থার থেকে তা পাওয়া যাবে জানান এবং অনুমতি দিন। ভোটের আগে রাজ্যবাসীর জন্য এটা খুবই জরুরি। চিঠিতে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যবাসীর জন্য যথেষ্ট সংখ্যায় ভ্যাকসিন সংগ্রহ করতে।” চিঠিতে মুখ্যমন্ত্রী এও লিখেছেন, যেহেতু রাজ্যে নির্বাচন রয়েছে, তাই সবার আগে রাজ্যের সমস্ত সরকারি কর্মী এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের অবিলম্বে টিকা দেওয়া প্রয়োজন। যেহেতু ভোট দিতে অসংখ্য মানুষ বুথে যাবেন, তাই তার আগে যত বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমাদের মনে হয় যত বেশি সংখ্যক ভোটারকে টিকা দিয়ে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। যাতে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলের ঝুঁকি কমে।”