রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাড়ছে DA!

মঙ্গলবার রাজ্যের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শবেবরাতের জন্য প্রাথমিকভাবে ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এখন জানা গিয়েছে যে শবেবরাত পড়েছে ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। সেই পরিস্থিতিতে শবেবরাতের জন্য বুধবার ছুটি দেওয়া হচ্ছে। আর পঞ্চানন বর্মার জন্মবার্ষিকীর জন্য বৃহস্পতিবারও ছুটি থাকবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্য সরকারি অফিস, কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন অফিসও ছুটি থাকবে। এমনিতে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। তবে বৃহস্পতিবার এবং শুক্রবার মাধ্যমিক পরীক্ষা নেই। সোমবার বাংলা পরীক্ষা হয়েছে। মঙ্গলবার হয়েছে ইংরেজি পরীক্ষা। আর সেই আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা আছে বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে। আর যখন রাজ্য সরকারের তরফে পরপর দু’দিন ছুটির ঘোষণা করা হল, তার পরদিনই রাজ্য বাজেট পেশ করা হবে। আর সেই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধি নিয়ে কোনও ঘোষণা করা হবে বলে আশায় বুক বেঁধেছে সংশ্লিষ্ট মহল। রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের আশা, গত দু’বারের মতো এবারও বাজেটে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার বৃদ্ধির ঘোষণা করা হবে।

error: Content is protected !!