
শুক্রবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল
আগামীকাল শুক্রবার রাত ১২ টা থেকে সোমবার ভোর ৪টে পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত হতে পারে ট্রেন চলাচল। এক গুচ্ছ ট্রেন বাতিল থাকছে। এছাড়াও, কিছু ট্রেনের যাত্রা পথ ও গতি নিয়ন্ত্রিত হবে। রেলসূত্রে খবর, বালিগুঞ্জ স্টেশনে ইলেট্রনিক ইন্টারর্লকিং এর কাজের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ চলাকালীন ওই অংশে সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে সিগন্যালিং ব্যবস্থা পরিচালিত হবে।