
সইফ আলি খানের উপর হামলার ঘটনায় আটক ৩
সইফ আলি খানের উপর হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে মুম্বই পুলিশ ৷ বলিউড অভিনেতার বাড়িতেই এই তিনজন কাজ করেন বলে জানা গিয়েছে ৷ তিন সন্দেহকারীকে নিয়ে যাওয়া হয়েছে থানায় ৷ সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর ৷ অভিনেতার স্বাস্থ্য নিয়ে হাসপাতালে তরফে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ লীলাবতী হাসপাতালের সিওও চিকিৎসক নীরজ উত্তামানি জানিয়েছেন, “সইফের উপর অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি হামলা চালান ৷ তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে ভোর রাত 3.30 মিনিটে ৷” অভিনেতার উপর ছয়বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ৷ যার মধ্যে দুটি কোপ গভীর ৷ চিকিৎসক জানিয়েছেন, “এলোপাথাড়ি ছুরি চালিয়েছে দুষ্কৃতি ৷ হাতের পাশাপাশি পিঠেও ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ৷ যার মধ্যে একটা শিরদাঁড়ার ভীষণ কাছে ছিল ৷ অভিনেতার অস্ত্রোপচারের জন্য বিশেষ টিম তৈরি হয়েছে ৷ যার মধ্যে রয়েছেন নিউরো সার্জন চিকিৎসক নীতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীলা জৈন, অ্যানেস্থেসিওলজিস্ট নিশা গান্ধি ৷”