সঙ্কটজনক গায়ক প্রতুল মুখোপাধ্যায়

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি গায়ক প্রতুল মুখোপাধ্যায়৷ এসএসকেএম হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় তাকে ৷ জানুয়ারির প্রথম সপ্তাহে এসএসকেএম-এ ভর্তি হন প্রবীণ গায়ক৷ নাক দিয়ে রক্ত পড়ছিল তাঁর৷ কিছুদিন আগে তাঁর অন্ত্রের অপারেশন হয়৷ এরপরই হার্ট অ্যাটাক হয়৷ অন্যদিকে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে৷ এই মুহূর্তে তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে৷ সেখানেই গায়কের চিকিৎসা চলছে৷ প্রতুল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়৷ আপাতত তাঁকে কড়া নজরে রাখা হয়েছে। অবস্থা সঙ্কটজনক। মাত্রাতিরিক্ত সংক্রমণের পাশাপাশি রক্তচাপ‌ও কম প্রবীণ শিল্পীর, সংক্রমণের প্রভাব পড়েছে কিডনি, ফুসফুসে। শারীরিক অবস্থার অবনতি হতে থাকে দ্রুত। সঙ্গে রয়েছে অ্যান্টিবায়োটিক এলার্জি সংক্রমণ ও নিউমোনিয়া। পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। আপাতত সংজ্ঞাহীন অশীতিপর গায়ক। রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। এসএসকেএম মেন ব্লকের সিসিইউ-তে চিকিৎসকদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন গায়ক। অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷ সোমবার বিধানসভা থেকেই ফোনে তাঁর শারীরিক অবস্থায় খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। গত ১৫ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে যান তাঁকে৷ সেই সময় মুখ্যমন্ত্রীকে তাঁর পছন্দের ‘আমি বাংলায় গান গাই’ গানটি শোনান গায়ক৷

error: Content is protected !!