সরস্বতী পুজো না করতে দেওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ ‘ল’ কলেজের ছাত্রছাত্রীরা

সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ‘ল’ কলেজের ছাত্রছাত্রীরা। অভিযোগ, ছাত্রছাত্রীরাই নিজ উদ্যোগে পুজো করতে পারছে না। বহিরাগতরা সেখানে প্যাণ্ডাল বেঁধে পুজো করছে। এদিন আদালতে মামলাকারীদের আইনজীবী সপ্তাংশু বসু মামলাকারীদের পক্ষে বলেন, ‘বিচারপতি গঙ্গোপাধ্যায় যাঁদের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ ছিল তাদেরকে কলেজে ঢুকতে না দেওয়ার নির্দেশ দিয়েছিল। তারপরেও আদালতের নির্দেশ মানা হচ্ছে না। ‘ল’ কলেজের পুজো যেখানে আয়োজন হচ্ছে ,ডে কলেজের বহিরাগত প্রাক্তন ছাত্ররা সেখানেই পুজোর আয়োজন করে ল কলেজের পুজো বন্ধ করার চেষ্টা করছে।’ ডে কলেজের তরফের আইনজীবী অর্ক নাগ বলেন, ‘অধ্যক্ষের কাছে, কলেজের সিকিউরিটি সংক্রান্ত কোনও পাওয়ার নেই। তিনি অসহায়। যে প্রফেসরকে পুজোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল,তার থেকে পুজোর টাকা ছিনতাই পর্যন্ত করে নেওয়া হয়। তারপর সেই প্রফেসর দায়িত্ব থেকে অব্যাহতি চান। এই প্যান্ডেল ডে কলেজের ছাত্ররা করেনি। বহিরাগতরা করেছে।’ রাজ্যের আইনজীবী শীর্ষান্য ব্যানার্জি ঘটনা প্রসঙ্গে বলেন, ‘এটা ৫০ বছরের পুরনো পুজো। আমি নিজে জিএস থেকে পুজো করিয়েছিলাম। বহিরাগতদেত হস্তক্ষেপ ছিল না।’ 

error: Content is protected !!