Latest Posts
স্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টেরতারাপীঠ মহাশ্মশানে ভিতর বেআইনি নির্মাণ নিয়ে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্টেরদেশকে টুকরো করার চেষ্টা করবেন না, এটা আমরা মানবো নাঃ মুখ্যমন্ত্রীযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার কলকাতা হাইকোর্টেরঘোলা হত্যাকান্ডে কফিতে বিষ মিশিয়ে অচৈতন্য করে গলার নলি কেটে খুন, ধৃত ২এবার ট্রাম্পকে ইরানের পালটা হুঁশিয়ারিকল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি ব্যাগে উদ্ধার ব্যবসায়ীর দেহ, গ্রেফতার ২৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে আরও ১০ পণবন্দিকে হত্যা করার হুঁশিয়ারি বালোচ বিদ্রোহীদেরবসন্তোৎসব করছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন৪৬ বছরের পুরনো আইন ঘিরে অগ্নিগর্ভ অরুণাচল প্রদেশতীব্র যানজটের সম্মুখীন কোনা-দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সমস্যা সমাধানের জন্য বিশেষ বৈঠক নবান্নে

সাসপেনশনের সেলিব্রেশনে শুভেন্দু-অগ্নিমিত্রারা

বিধানসভা থেকে সাসপেন্ড হওয়াকে সেলিব্রেট করবেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, “হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড হয়েছি, হিন্দু বাড়িতে মা-বোনেরা দু’হাত তুলে আশীর্বাদ করবেন ।” আর সেই কারণেই আগামিকাল, অর্থাৎ মঙ্গলবার সাসপেনশনের সেলিব্রেশন হবে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা । তিনি এও জানিয়েছেন, যখন বিধানসভা চলবে সেই একই সময়ে চলবে বিজেপির বিক্ষোভ ও প্রতিবাদ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য রাখবেন, সেই সময়ে সোশাল মিডিয়ায় বক্তব্য রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা । আগামিকাল বিজেপির পরিষদীয় দলের তরফ থেকে একটি বিশেষ ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে, যেখানে সাসপেন্ডেড বিজেপি বিধায়কদের কর্মসূচি সম্প্রচার হবে । সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমবার শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যে একটি অগণতান্ত্রিক সরকার চলছে । এই সরকার সংবিধানকে মানে না । সংসদীয় ব্যবস্থাকে সম্মান করে না । হাউজের রীতিনীতি মানে না । সংখ্যার জোর দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করতে চায় ।” এদিন যে সরস্বতী পুজো নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে গিয়ে বিধানসভা উত্তাল হল, সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “এই নিয়ে আলোচনার ক্ষেত্রে ওদের কোনও সমস্যা থাকার কথা নয় । আসলে রাজ্যে একটা হিন্দু বিরোধী সরকার চলছে । হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস সরকারের কাজকর্ম মুসলিম লিগকেও হার মানাবে ।” তাঁর অভিযোগ, “সুদখোর ইউনুস মোল্লা বাংলাদেশে যা করছে, একইভাবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও একই কাজ করছে ।” এদিন শুভেন্দু অধিকারী তাঁর সাসপেনশনকে অবৈধ বলে দাবি করে বলেন, “হিন্দুদের হয়ে কথা বলার জন্য আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে । সরস্বতী দেবীর আরাধনা এবার যেভাবে আটকানো হয়েছে অতীতে কখনওই তা হয়নি ।” এদিন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে মুসলিম তোষণকারী বলে আখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী । তাঁর কথায়, “আমরা ব্রিটিশদের সময়ে বহরমপুর সেন্ট্রাল জেলে সরস্বতী পুজো বন্ধের ফতোয়া দেখেছি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে অগ্রাহ্য করে পুজো করার কথা ইতিহাস বইতে পড়েছি । আজ আপনারা যা দেখেছেন তা ভয়ংকর ।” বিরোধী দলনেতা এদিন ঘোষণা করেন, আগামিকাল বারোটা থেকে বিধানসভার সামনে তাঁর নেতৃত্বে বিজেপি বিধায়কদের ধরনা বিক্ষোভ চলবে । মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখবেন, সেই একই সময়ে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী । উল্লেখ্য, সরস্বতী পুজো নিয়ে মুলতুবি প্রস্তাব আনার দাবি অধ্যক্ষ না-মানায় এদিন বিধানসভায় তুমুল হই-হট্টগোল করেন বিজেপি বিধায়করা ৷ কাগজ টুকরো করে ছোড়া হয় ৷ এই ঘটনার জেরে শুভেন্দু অধিকারী-সহ চারজন বিজেপি বিধায়কে অধিবেশন শেষ হওয়া পর্যন্ত, অথবা 30 দিনের জন্য সাসপেন্ড করা হচ্ছে বলে জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷

error: Content is protected !!