
সুইডেনের স্কুলে বন্দুক বাজের হামলা, মৃত ১০
সুইডেনের মধ্যাঞ্চলের এক শিক্ষাকেন্দ্রে চলল গুলি। মঙ্গলবার দুপুরে বন্দুকধারী সহসা ঢুকে পড়ে স্কুলে। পুলিশ বলছে, স্কুল ক্যাম্পাসে গুলির ঘটনায় ১০ জন নিহত। নিহতদের মধ্যে বন্দুকধারী নিজেও রয়েছে। ওই বন্দুকধারী একাই ঘটনাটি ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে গুলি চালানোর উদ্দেশ্য কী, তা এখনও স্পষ্ট নয়। শিশু বা ছোট-ছোট বাচ্চারা মারা গিয়েছে? সৌভাগ্যজনক ভাবে না! আসলে হামলার শিকার হয়েছে যে শিক্ষাকেন্দ্রটি, সেটি সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। এটি একটি বয়স্ক শিক্ষা কেন্দ্র। যাঁরা সময়মতো তাঁদের প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা শেষ করতে পারেননি, এমন বয়স্ক লোকজনই মূলত এই শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করতে আসেন। এদিনও এসেছিলেন। ঘটনাটিকে পুলিস হত্যার চেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্র-সংক্রান্ত গুরুতর অপরাধ বলে মন্তব্য করে। নিরাপত্তার খাতিরে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষার্থীদেরও তারা তাদের স্কুল-চত্বরের বাইরে বেরতে নিষেধ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুলগুলি ধীরে-ধীরে খালি করা হয়।