
হাওড়া শাখায় শনি ও রবিবারে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন
ফের লোকাল ট্রেন বাতিল হাওড়া শাখায়। যাগ জেরে যাত্রীরা পড়তে চলেছেন সমস্যায়। হাওড়া বিভাগে দিয়ারা-সিঙ্গুর স্টেশনের মধ্যে ব্রিজ রক্ষণাবেক্ষণের কারণে লোকাল ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। হাওড়া শাখার দিয়ারা ও নসিবপুর স্টেশনের মধ্যে ১৬ নম্বর ব্রিজ এবং নসিবপুর ও সিঙ্গুর স্টেশনের মধ্যে ২১ নম্বর ব্রিজের রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনি ও রবিবার নিম্নলিখিত ট্রেন চলাচলে পরিবর্তন করা হয়েছে ৷
লোকাল ট্রেন বাতিলের তালিকা (15 ফেব্রুয়ারি, শনিবার)
- হাওড়া থেকে তারকেশ্বর- 37349, 37351
- তারকেশ্বর থেকে হাওড়া- 37354
লোকাল ট্রেন বাতিলের তালিকা (16 ফেব্রুয়ারি, রবিবার)
- ডাউন লাইনে (তারকেশ্বর /আরামবাগ / গোঘাট / হরিপাল থেকে হাওড়া / শেওড়াফুলি অভিমুখে)
- তারকেশ্বর থেকে হাওড়া- 37312, 37314, 37316, 37318, 37320, 37356, 37322, 37328
- তারকেশ্বর থেকে শেওড়াফুলি- 37412, 37416
- গোঘাট থেকে হাওড়া- 37372
- গোঘাট থেকে তারকেশ্বর- 37390
- আরামবাগ থেকে হাওড়া- 37360
- হরিপাল থেকে হাওড়া- 37308
- আপ লাইনে (হাওড়া / শেওড়াফুলি থেকে তারকেশ্বর / আরামবাগ / গোঘাট / হরিপাল অভিমুখে)
- হাওড়া থেকে গোঘাট- 37371, 37373
- হাওড়া থেকে তারকেশ্বর- 37309, 37353, 37311, 37315, 37317
- শেওড়াফুলি থেকে তারকেশ্বর- 37411, 37415
- হাওড়া থেকে আরামবাগ- 37359
- হাওড়া থেকে হরিপাল- 37307
- পূর্ব রেল কর্তৃপক্ষ এই কাজের জন্য যাত্রীদের হওয়া দুর্ভোগের জন্য দুঃখপ্রকাশ করে জানিয়েছে, যাত্রীদের যাত্রার অসুবিধা কমানোর জন্য এই কাজকে প্রয়োজনীয় ব্যবস্থা বলেই গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, এর আগে একাধিকবার নন ইন্টারলকিং কাজের জন্য হাওড়া শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করেছে পূরিব রেল পাশাপাশি পরিবর্তন করা হয়েছে একাধিক দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের গতিপথ।