Latest Posts
স্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টেরতারাপীঠ মহাশ্মশানে ভিতর বেআইনি নির্মাণ নিয়ে মামলার অনুমতি দিল কলকাতা হাইকোর্টেরদেশকে টুকরো করার চেষ্টা করবেন না, এটা আমরা মানবো নাঃ মুখ্যমন্ত্রীযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে মিটিং-মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার কলকাতা হাইকোর্টেরঘোলা হত্যাকান্ডে কফিতে বিষ মিশিয়ে অচৈতন্য করে গলার নলি কেটে খুন, ধৃত ২এবার ট্রাম্পকে ইরানের পালটা হুঁশিয়ারিকল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলি ব্যাগে উদ্ধার ব্যবসায়ীর দেহ, গ্রেফতার ২৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে আরও ১০ পণবন্দিকে হত্যা করার হুঁশিয়ারি বালোচ বিদ্রোহীদেরবসন্তোৎসব করছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন৪৬ বছরের পুরনো আইন ঘিরে অগ্নিগর্ভ অরুণাচল প্রদেশতীব্র যানজটের সম্মুখীন কোনা-দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, সমস্যা সমাধানের জন্য বিশেষ বৈঠক নবান্নে

৫ বছর পর ফের শুরু হচ্ছে কৈলাস মানস সরোবর যাত্রা

5 বছর পর ফের কৈলাস মানস সরোবর যাত্রা শুরু করতে সম্মত হয়েছে ভারত-চিন । পাশাপাশি সরাসরি বিমান চলাচল পুনরায় চালু করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দুই দেশ ৷ পূর্ব লাদাখ থেকে ভারত ও দিন তাদের সেনাবাহিনীর সেনা প্রত্যাহার করার আড়াই মাসের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নতি করতে উভয় পক্ষ বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করেছে । কৈলাস মানস সরোবর তীর্থযাত্রা নিয়ে আগে থেকে দুই দেশের মধ্যে যে চুক্তি রয়েছে, সেই অনুযায়ীই সবকিছু হবে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক৷ দ্বি-পাক্ষিক কূটনীতির 75তম বর্ষে বেজিংয়ে ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিস্রি এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক । দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বিবৃতিতে বলা হয়েছে, “উভয় দেশ 2025 সালের গ্রীষ্মে কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করার সিদ্ধান্ত হয়েছে । দ্বি-পাক্ষিক চুক্তি অনুযায়ী এ সংক্রান্ত খুঁটিনাটি আলোচনার মাধ্যমে স্থির হবে ।” 2020 সালে কোভিড অতিমারির কারণে কৈলাস মানস সরোবর যাত্রা বন্ধ হয়ে যায় । তার পর পাঁচ বছর কেটে গেলেও, পুনরায় তীর্থযাত্রা শুরু করা যায়নি । কৈলাস পর্বত এবং তিব্বতের মানস সরোবর হ্রদকে ঘিরে হয় এই যাত্রা । সাধারণত প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে চিন অধিকৃত তিব্বতের মানস সরোবর এবং কৈলাসে যাত্রা করে থাকেন ভারতীয় পুণ্যার্থীরা । কিন্তু গত কয়েক বছরে লাদাখ ও অরুণাচলে সীমান্তে ভারত-চিন সংঘাতে এই তীর্থযাত্রার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে । বিশেষ করে 2020 সালে 15 জুন গালওয়ান উপত্যকায় চিনা ফৌজের আগ্রাসন প্রতিরোধ করলে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ বাধে ৷ এতে প্রায় 20 জন ভারতীয় সেনা শহিদ হন ৷ এর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ৷ দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর অবশেষে সেই জট কাটতে চলেছে । হিন্দুরা বিশ্বাস করেন কৈলাস পর্বত হল ভগবান শিবের পবিত্র বাসস্থান ৷ হিন্দু ধর্মাবলম্বীদের মতে, ভগবান ব্রহ্মা এই মানস সরোবরের সৃষ্টি করেছিলেন । এখানে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায়, পাপের প্রায়শ্চিত্ত হয় বলেও বিশ্বাস হিন্দুদের । আবার বৌদ্ধদের কাছেও মানস সরোবরের ধর্মীয় গুরুত্ব রয়েছে । তাই ওই অঞ্চলে তীর্থ করতে যান দুই দেশেরই বহু মানুষ ।

error: Content is protected !!