করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০, আহত ১৩

আজ দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল করাচি। বিস্ফোরণে ইতিমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ১৩। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে রয়েছে বলে জানা গেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, নালার মধ্যে থাকা গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ ঘটেছে। সেই বিস্ফোরণের জেরে বেসরকারি ব্যাংক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এদিন শনিবার হওয়ায় ব্যাংকে অল্প সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। ফলে ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে। তবে বিল্ডিংটির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এর পিছনে যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা, তা এখনও জানা যায়নি।

error: Content is protected !!