ঝাড়খণ্ডে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দৌড়তে গিয়ে ১১ পরীক্ষার্থীর মৃত্যু
ঝাড়খণ্ডে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় দৌড়তে গিয়ে পরপর পরীক্ষার্থীর মৃত্যু। রবিবার পর্যন্ত রাজ্যে ১১ জন পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। ২২ আগস্ট থেকে কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা শুরু হয়েছে ঝাড়খণ্ডে। শনিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল ৭টি কেন্দ্রে। রাঁচি, গিরিডি, হাজারিবাগ, পালামু, পূর্ব সিংভূম, এবং সাহেবগঞ্জ জেলায়। চারজন পালামুতে প্রাণ হারিয়েছেন। দুইজন করে গিরিডি ও হাজারিবাগে মারা গেছেন। বাকিরা চারটি কেন্দ্রে দৌড়তে গিয়ে প্রাণ হারান। সূত্রের খবর, কনস্টেবল নিয়োগে পরীক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে গিয়েই বিপত্তি হয়। লক্ষাধিক পরীক্ষার্থী সারারাত লাইনে দাঁড়িয়ে ছিলেন। সকালে চড়া রোদে দৌড়তে গিয়েই প্রাণ হারান ১১ জন। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রগুলিতে সবধরনের ব্যবস্থা ছিল। চিকিৎসক দল, প্রয়োজনীয় ওষুধ, অ্যাম্বুল্যান্স ছিল সাতটি কেন্দ্রেই। কিন্তু তা সত্বেও কীভাবে এই প্রাণহানির ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির দাবি, রাজ্য সরকারের গাফিলতিতেই পরীক্ষার্থীদের মৃত্যুমিছিল। কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিষেবা ব্যবস্থা ছিল না।