
বদলা নিতে মেক্সিকোর পানশালায় পেট্রল বোমা ছোঁড়ার অভিযোগ, অগ্নিদগ্ধ হয়ে মৃত ৪ মহিলা সহ ১১
পানশালায় ঢুকে মহিলা গ্রাহকদের সঙ্গে অভব্য আচরণ করছিলেন এক খদ্দের। অভিযোগ পেয়েই ওই অভব্য আচরণকারী খদ্দেরকে পানশালা থেকে বের করে দিয়েছিলেন কর্তৃপক্ষ। আর ওই অপমানের বদলা নিতে পানশালায় পেট্রল বোমা নিক্ষেপ করে ওই গ্রাহক। আর নিমিষেই আগুন ধরে যায় পানশালায়। আগুনে পুড়ে মারা গেলেন পানশালার ১১ খদ্দের। তার মধ্যে চার জন মহিলা গ্রাহকও রয়েছে। শনিবার ভোররাতে ভয়াবহ ঘটনাটি ঘটেছে মেক্সিকোর সোনোরা রাজ্যের সীমান্তবর্তী শহর সান লুইস কলোরাডোতে। কোলারোডোতে। পুলিশ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা সীমান্ত লাগোয়া সান লুইস কলোরাডো শহরের একটি পানশালায় শুক্রবার রাতে মদ্যপানের জন্য আসেন এক খদ্দের। অতিরিক্ত মদ্যপানের পরেই অপ্রকৃতিস্থ হয়ে পড়েন। পানশালায় থাকা মহিলাদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। প্রতিবাদ জানান পানশালায় উপস্থিত অন্যান্য গ্রাহকরা। এ নিয়ে কথা কাটাকাটিও হয়। শেষ পর্যন্ত ওই অপ্রকৃতিস্থ খদ্দেরকে বের করে দেন পানশালা কর্তৃপক্ষ। বের করে দেওয়ার খানিক বাদে ফের পানশালায় ফিরে আসেন ওই খদ্দের। ভিতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীরা বাধা দেন। তখনই একটি পেট্রল বোমা নিক্ষেপ করেন। নিমিষেই পানশালায় আগুন ধরে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। হইচই শুরু হয়। আগুনে পুড়ে মারা যান চার মহিলা-সহ এগারো জন। গুরুতর জখম হন আরও বেশ কয়েকজন।