গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ে শেষ বিজেপি সাংসদের গোটা পরিবার, ১২ সদস্যের মৃত্যু

গুজরাটের মোরবিতে সেতু দুর্ঘটনায় বিজেপি সাংসদের পরিবারের ১২ জন প্রাণ হারালেন। রাজকোটের বিজেপি সাংসদ মোহনভাই কুন্দারিয়া-র বোন সহ পরিবারের ১২জন প্রাণ হারালেন। সাংসদের আত্মীয়রা ঘুরতে গিয়ে সেতুটিতে উঠেছিলেন। রাজকোটের বিজেপি সাংসদ মোহনভাই কল্যাণজি কুন্দারিয়ার পরিবারের এই ১২ সদস্য। সংবাদমাধ্যমকে বিজেপি সাংসদ মোহনভাই কল্যাণজি কুন্দারিয়ার বলেছেন, ‘আমার পরিবারের ১২ জনকে হারিয়েছি। পাঁচ শিশু রয়েছে এদের মধ্যে। আমার বোনের গোটার পরিবারটাই শেষ হয়ে গেল।’ তিনি আরও জানিয়েছেন, ‘এনডিআরএফ, এসডিআরএফ ও স্থানীয় প্রশাসন দ্রুত গতিতে উদ্ধারকাজ চালাচ্ছেন।’