মহড়া করতে গিয়ে নিজের ঘরেই গলায় ফাঁস লেগে মৃত বালক
কর্ণাটকের চিত্রদুর্গা জেলায় ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা। বাড়িতে ভগত সিংয়ের ফাঁসির দৃশ্যের মহড়া দেওয়ার সময় আচমকা গলায় ফাঁস লেগেমৃত্যু হল ১২ বছর বয়সী এক বালকের। বালকের নাম সঞ্জয় গৌড়া সপ্তম শ্রেণীর ছাত্র। ১লা নভেম্বর কন্নড় রাজ্য উৎসব উপলক্ষে একটি স্কুল ইভেন্টের জন্য সে মহড়া দিচ্ছিল বলে জানা গেছে। বাড়িতে যখন এই ঘটনাটি ঘটছে সে সময় তার বাবা-মা কর্মসূত্রে বাইরে ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন মনে করা হচ্ছে ছেলেটি রিহার্সাল করার সময় একটি দড়ি নিয়ে তার ঘরে ফ্যানের সাথে বেঁধেছিল।তারপর একটা পশমী টুপি দিয়ে তার মাথা ঢেকে গলায় একটি ফাঁস বেঁধেছিল। তারপর অভিনয়ের মত করে হয়ত খাট থেকে লাফ দিয়েছিল যার ফলেই গলায় ফাঁস আটকে সে কয়েক মিনিটের মধ্যেই মারা গিয়েছিল। বাবা-মা বাড়ি ফেরার পর তাদের ছেলেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারা তাকে জেলা হাসপাতালে নিয়ে যায় যেখানে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওই পুলিশ কর্তা। তবে ওই বিদ্যালয়ের এক ছাত্রের অভিভাবক সুন্দর রাজ জানান “ছেলেরা স্কুলে নাটকের মহড়া দিত কিন্তু কখনও কোন চেয়ার বা টুল ব্যবহার করত না। এবং গৌড়া খুব সক্রিয় এবং বন্ধুত্বপূর্ণ ছিলেন বলেও জানিয়েছেন তিনি।