মধ্যরাতে রাশিয়ায় পাবে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত ১৫

ভোলগার ধারে কোস্ত্রোমা শহরে পলিগন নামের এক জনপ্রিয় পাবে মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। রাত দুটো নাগাদ আগুন লাগে। কেউ নাচতে নাচতে ফ্লেয়ার গান ছোড়েন। তা থেকেই ফ্লোরে আগুন লেগে যায়। তড়িঘড়ি ছুটে আসে দমকল বাহিনী। সকাল পর্যন্ত উদ্ধার করা ২৫০ জনকে। প্রথমে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে জরুরি পরিষেবা মারফত খবর পেয়ে আরও দুই মৃতদেহ উদ্ধার করা হয়। 

error: Content is protected !!