ফের ডেঙ্গিতে আক্রান্তের মৃত্যু

ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। শনিবার বেলেঘাটা আইডি হাসপাতালের এই রোগে আক্রান্ত হয়ে মারা গেল ১৬ বছরের এক কিশোরী। তার বাড়ি দমদমের মতিঝিলে। শনিবার তার মৃত্যু হয়। মৃতের ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের‌ উল্লেখ করা আছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।‌ এর আগেও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুর খবর সামনে এসেছে। শহর ছাড়াও শহর সংলগ্ন জেলাগুলিতেও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন অনেকেই। জানা গিয়েছে, আক্রান্ত হওয়ার পর মতিঝিল এলাকার বাসিন্দা ওই কিশোরীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পর তাকে নিয়ে আসা হয় বেলেঘাটা আইডিতে। সেখানে তাকে সিসিইউ বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। শেষপর্যন্ত তার মৃত্যু ঘটে।

error: Content is protected !!