এনসিবির ১৬ জন আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ১৬ জন আধিকারিক, নিজেরাই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। একটি আরটিআই-র উত্তরে এনসিবি এই কথা জানিয়েছে। অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করা নিয়ে সমস্যার মুখে পরে এনসিবি। সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিনেতার ছেলেকে ফাঁসানোর অভিযোগ আনা হয়। অভিনেতার কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র বিরুদ্ধে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র দেওয়া তথ্য অনুসারে, ২০০৯ সালে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আধিকারিকদের বিরুদ্ধে প্রথম দুর্নীতির অভিযোগ ওঠে। পরবর্তী পাঁচ বছরে, ২০১৪ পর্যন্ত, কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। কিন্তু ২০১৫ সালে, অভিযুক্তদের তালিকায় আরও ৮টি নাম যুক্ত হয়। ২০১৮ সালে তিনজন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আধিকারিককে অভিযুক্ত করা হয়, এবং ২০১৯ ও ২০২০ সালে, দু’জন আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। বর্তমানে, ১৬ জন এনসিবি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

error: Content is protected !!