Latest Posts
রেললাইনে ট্রাক, ভোররাতে মহারাষ্ট্রের জলগাঁওয়ে লরিকে ধাক্কা মেরে ৫০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে গেল অমরাবতী এক্সপ্রেসনেই নিষেধাজ্ঞা! রঙের উৎসবে মেতেছে শান্তিনিকেতনবসন্ত উৎসবের জন্য টানা ৩ দিন বন্ধ থাকবে লাটাগুড়ি ও গোরুমারা এবং নেওড়া ভ্যালির জঙ্গলপরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করায় বাবা এবং ভাইয়ের হাতে খুন তরুণীহাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের বাতিল একগুচ্ছ ট্রেন!নাগরাকাটায় আউটপোস্ট তৈরির জন্য এসএসবি-কে জমি দিল রাজ্য সরকারপোলেরহাটে ২টি ইটভাটায় হানা দিয়ে উদ্ধার ২১ শিশুশ্রমিকভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল-লাদাখশিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডএবার কান চলচ্চিত্র উত্‍সবে আলিয়াস্বাস্থ্যসাথীতে নাম তুলেছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ, জানালেন রাজ্যের স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপিরদিল্লিতে ডেকে এনে ব্রিটিশ তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার সমাজমাধ্যমের ‘বন্ধু’রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের নয়া চেয়ারপার্সন পদে নিয়োগ হলেন তাপসী মণ্ডলহোলি ও রমজান উপলক্ষে ‘উজ্জ্বলা যোজনা’য় দেওয়া হবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডারএলপিজি ট্যাঙ্কারের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, মৃত ৭ফের যান্ত্রিক বিভ্রাট! পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিনক্ষণদোল উপলক্ষে শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেনচলতি মাসের শেষের দিকে ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্টযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তদন্তের স্বার্থে মোবাইল ফোন পুলিশের হাতে তুলে দিতে পড়ুয়াদের নির্দেশ হাইকোর্টের

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ১৮ জন নাবালক মিলে ৫ নাবালিকাকে গণধর্ষণ

বিয়ে বাড়ি দেখে ফেরার পথে পাঁচ আদিবাসী নাবালিকার পিছু নেওয়া শুরু করে একদল নাবালক ৷ নির্জন এলাকা আসতেই তাদের ঘিরে ফেলা হয় ৷ ১৮ জন নাবালক মিলে ওই পাঁচ নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ ৷ এ ঘটনা কাউকে বললে, তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷ গত শুক্রবার ঘটনাটি ঝাড়খণ্ডের খুন্তি এলাকায় ৷ তদন্তে নেমে পুলিশ সোমবার ওই ১৮ জন নাবালককে আটক করেছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ ফেব্রুয়ারি খুন্তি জেলার রানিয়া থানা এলাকায় এই গণধর্ষণের ঘটনাটি ঘটে। যে পাঁচজন আদিবাসী নাবালিকাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, তারা নাবালকদের চিনত ৷ বিয়ে বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথোপকথনও হয় ৷ আর ওই বিয়ে বাড়িও তাদের চেনা পরিচিতদের মধ্যেই ছিল ৷ ঘটনার পর নাবালিকাদের প্রাণে মারার হুমকি দেয় নাবালকরা ৷ তারপরই সেখান থেকে পালিয়ে যায় তারা ৷ জানা গিয়েছে, ঘটনার পর নাবালিকারা কোনওভাবে বাড়ি পৌঁছয় ৷ তাদের অবস্থা দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয় ৷ তখনই নাবালিককারা তাদের বাড়িতে সমস্ত ঘটনার কথা খুলে জানায় ৷ শনিবার তাদের পরিবারের সদস্যরা থানায় পৌঁছন এবং নাবালিকা মেয়েদের বক্তব্য অনুসারে, পুলিশ এফআইআর নথিভুক্ত করে ৷ এরপরই শুরু হয় তদন্ত ৷ এএসপি ক্রিস্টোফার কেরকেট্টার নেতৃত্বে একটি সিট গঠন করা হয়। তদন্তে নেমে আজ এই গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ নাবালককে আটক করা হয় ৷ তাদের এদিনই আদালতে পেশ করা হলে জুভেনাইল হোমে পাঠানো হয় ৷ খুন্তি থানার এসপি জানান, “পাঁচ জন নাবালিকার গণধর্ষণের ঘটনা ঘটেছে ৷ তারা বিয়ে বাড়ি থেকে ফিরছিল ৷ এই ঘটনায় জড়িত ১৮জন নাবালককে আটক করা হয়েছে। পরবর্তী তদন্ত চলছে ৷”

error: Content is protected !!