মধ্যপ্রদেশের শিবপুরীতে ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ

মধ্যপ্রদেশের শিবপুরীতে ১৯ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ। দুই অভিযুক্ত যুবককেই গ্রেপ্তার করেছে পুলিস। জানা গিয়েছে, জেলার সদর থেকে প্রায় ৫০ কিমি দূরে বাইরাদ থানা এলাকায় এই ঘটনা ঘটে। থানার এসএইচও শিব সিং যাদব বলেন, শুক্রবার রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ওই তরুণী ঘরের বাইরে এসেছিলেন। তখনই এক যুবক তাঁকে পরিত্যক্ত এলাকায় নিয়ে যায়। সেখানে আরও একজন ছিল। তারা দু’জনে ওই তরুণীকে গণধর্ষণ করে। পরে বাড়িতে পালিয়ে এসে ওই নির্যাতিতা গোটা বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তাঁরাই থানায় অভিযোগ করেন।

error: Content is protected !!