রুশ হামলায় মৃত ১৯৮, জখম ১১১৫, জানালেন ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী

এদিন ইউক্রেন প্রশাসনের তরফে কিয়েভবাসীকে সতর্ক করে বলা হয়েছে, রাস্তায় যুদ্ধ চলছে, বাসিন্দারা যেন নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে না বের হন ৷ তার মধ্যেও মৃত্যুমিছিল অব্যাহত ৷ ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার আক্রমণে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ১৯৮ জন ৷ আহতের সংখ্যাটা ১০০০ জনেরও বেশি। স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো বলেছেন, নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে । যদিও হতাহতদের মধ্যে সামরিক ও অসামরিক উভয়ই অন্তর্ভুক্ত কি না তার বিবৃতি স্পষ্ট নয় । তিনি বলেন, ‘‘উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে ইউক্রেনে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে ৷ রুশ আক্রমণে ৩৩ জন শিশু-সহ ১১১৫ জন আহত হয়েছে ।’ ভয়াবহ আকার ধারণ করছে রাজধানী কিভ-সহ ইউক্রেনের একাধিক শহর ৷ ছবির মতো সুন্দর দেশের আকাশ বিষিয়ে গিয়েছে কালো ধোঁয়ায় ৷ রুশ ক্ষেপনাস্ত্র, বোমারু হেলিকপ্টার, ঝাঁকে ঝাঁকে মিসাইলের শব্দে কান পাতা দায় সেখানে ৷ প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন দেশের বাসিন্দারা ৷ বাকিরা অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন প্রতিরোধ গড়ে তুলতে ৷

error: Content is protected !!