বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি গরুপাচারকারী

ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষ থেকে বার বার সীমান্ত হত্যা বন্ধ নিয়ে বৈঠক করা হলেও তাতে যে লাভের লাভ কিছু হচ্ছে না, ফের একবার তা প্রমাণিত হল। বৃহস্পতিবার লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই গরুপাচারকারী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক পাচারকারী।  জানা গিয়েছে, বুধবার গভীর রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলা সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি দল ওপারের কোচবিহার জেলার সিতাই থেকে গরু নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছিলেন। সীমান্তের ৮৮৮ মেইন পিলারের অধীন ৮ নম্বর সাব পিলার এলাকায় পৌঁছলে সিতাই থানার বড় মধুসূদন বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। এ সময় ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে মারা যান দুই বাংলাদেশি। একজন মারাত্সমক জখম হন। অন্যান্য পাচারকারীরা নিহতদের দেহ সীমান্ত পেরিয়ে নিয়ে আসেন।

error: Content is protected !!