২ দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন, বিজ্ঞপ্তি জারি করল পূর্ব-রেল 

২ দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন। আর ৩ দিন ট্রেন চলাচল থাকবে বিশেষ ভাবে নিয়ন্ত্রিত। আগামী ২৭ মে বিকেল ৩ টে থেকে ৩০ মে বিকেল ৩ টে পর্যন্ত আদিসপ্তগ্রাম এবং মগরা স্টেশনে থাকবে এই নিয়ন্ত্রণ। শুক্রবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল- শক্তিগড় শাখায় ৩ নম্বর লাইন চালু হবে। হবে ইন্টারলকিংয়ের কাজ। উল্লেখ্য, গত ১৩ মে থেকে দুপুরে ৪ ঘণ্টা ট্রেন চলাচল নিয়ন্ত্রিত ছিল। জানানো হয়েছে, হাওড়া ও মেমারির মধ্যে ৪ টি ইএমইউ লোকাল, শিয়ালদা এবং কাটোয়ার মধ্যে এক জোড়া ইএমইউ লোকাল, শিয়ালদা এবং বর্ধমান মধ্যে এক জোড়া ইএমইউ লোকাল, শিয়ালদা ও জঙ্গিপুরের মধ্যে ২ টি মেমু বাতিল। বাতিল হচ্ছে একগুচ্ছ এক্সপ্রেস ট্রেনও। আসানসোল-শিয়ালদা এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, মালদা  ইন্টারসিটি এক্সপ্রেস, হুল এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস সহ  একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ২৭ মে কাটোয়া, বর্ধমান, ব্যান্ডেলের শেষ ইএমইউ লোকাল ট্রেন গুলি হাওড়া থেকে ছাড়বে দুপুর ১২ টা ১০, সাড়ে ১২ টা এবং ১ টা ৩৩ মিনিটে। কাটোয়া, বর্ধমান এবং ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশ্যে শেষ ইএমইউ ট্রেন গুলি ছাড়বে সকাল ১০ টা ২০, দুপুর ১২ টা ৫৫ এবং দুপুর  ২ টো ১২ মিনিটে। আবার কাটোয়া এবং নৈহাটি থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে শেষ ইএমইউ লোকাল ছাড়বে সকাল ১১ টা ১০ এবং দুপুর ১ টা ৩০ মিনিটে। কাটোয়া এবং নৈহাটির জন্য ব্যান্ডেল থেকে ট্রেন ছাড়বে দুপুর ১২টা ৩৫ মিনিট এবং ১২টা ৫২ মিনিটে। আগামী ২৮ ও ২৯ নভেম্বর ব্যান্ডেল স্টেশনে বন্ধ থাকবে সমস্ত মেমু, প্যাসেঞ্জার এবং ইএমইউ ট্রেন। ৩০ মে বর্ধমান, কাটোয়া এবং ব্যান্ডেলের উদ্দেশ্যে হাওড়া থেকে ট্রেন ছাড়বে দুপুর ২ টো ২০, ২ টো ৩০ এবং ২ টো ৪০ মিনিটে। হাওড়ার উদ্দেশ্যে প্রথম ইএমইউ লোকাল বর্ধমান, কাটোয়া ও ব্যান্ডেল থেকে ছাড়বে দুপুর ২ টো ৪০, ২ টো ৪৫ ও ৩ টে ১০ মিনিটে। কাটোয়া এবং নৈহাটি থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে প্রথম লোকাল ছাড়বে দুপুর ১ টা ১৫ ও বিকেল ৪ টে ৮ মিনিটে। আর, নৈহাটি ও কাটোয়ার উদ্দেশ্যে ইএমইউ লোকাল ছাড়বে বিকেল ৩ টে ৪১ ও বিকেল ৪ টে ৩০ মিনিটে।

error: Content is protected !!