উত্তরবঙ্গে দিয়ে পাক নাগরিকদের চোরা অনুপ্রবেশ! নেপাল সীমান্তে ধৃত মা ও ছেলে

উত্তরবঙ্গে পাক অনুপ্রবেশকারী সন্দেহ পাকড়াও দুই। নেপাল থেকে হেঁটে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চলছিল বলে সন্দেহ করা হচ্ছে। সেই সময়েই দার্জিলিঙের পানিট্যাঙ্কির কাছে তাঁদের পাকড়াও করা হয়। প্রাথমিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে, শায়েস্তা হানিফ নামে এক মহিলা ও তাঁর নাবালক সন্তান নেপাল থেকে হেঁটে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। তাঁরা পাকিস্তানের করাচির বাসিন্দা বলে জানা যাচ্ছে। ভারত-নেপাল সীমান্তবর্তী এলাকায় মেচি সেতু দিয়ে ভারতে প্রবেশের সময় এসএসবি জওয়ানদের হাতে ধরা পড়েন তাঁরা।

error: Content is protected !!