দিঘা যাওয়ার পথে উলটে গেল বাস, মৃত ২, আহত ১৩

দিঘা যাওয়ার পথে উলটে গেল বাস। আজ সন্ধেয় কাঁথি পিছাবনী বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় নয়ানজুলিতে উলটে গেল বাস। এই দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ১৩ জন। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। জানা গিয়েছে, এদিন সন্ধেয় কুকড়াহাটি থেকে একটি যাত্রীবাহী বাস দিঘার উদ্দেশে রওনা দিয়েছিল। দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে পিছাবনী বাসস্ট্যান্ডের কাছে আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।

error: Content is protected !!