মহাকুম্ভে যাওয়ার পথে কুলটিতে পথ দুর্ঘটনায় মৃত ২, আহত ৬ 

প্রয়াগরাজ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের গাড়ি। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন ৬ জন। আহতদের মধ্যে ৪ জন মহিলা। এক মহিলার অবস্থা গুরুতর। মৃত ও আহতরা সবাই বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রামের বাসিন্দা। আহতরা আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কে কুলটি থানার চৌরঙ্গি মোড়ের কাছে ৷ জানা গিয়েছে বাঁকুড়ার বিষ্ণপুরের অযোধ্যা গ্রাম থেকে একটি জায়লো গাড়িতে ৮ তীর্থযাত্রী প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৷ বুধবার রাত ৮টা নাগাদ খাওয়াদাওয়া সেরে তাঁরা বাঁকুড়া থেকে রওনা হন। আসানসোল পেরিয়ে কুলটি চৌরঙ্গি মোড় ঢোকার আগেই তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ জানিয়েছে, একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে জায়লো গাড়িটি ৷ এই ঘটনায় শান্তনু মুখোপাধ্যায় (65) এবং শৈলেন বন্দ্যোপাধ্যায়ের (60) মৃত্যু হয় ৷

error: Content is protected !!