হাওড়ার ডোমজুড়ে জোড়া পথ দুর্ঘটনা, মৃত ২

 পরপর জোড়া দুর্ঘটনা। পথ দুর্ঘটনার বলি ফের ২ জন। আহত বেশ কয়েকজন।  হাওড়ার ডোমজুড়ে পরপর দুটি পথ দুর্ঘটনা ঘটেছে। একটি দুর্ঘটনায় বাইকে লরির ধাক্কায় মৃত্যু হয় বাইক চালকের। অপরটি গাছের সঙ্গে বাইকের ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়। শুক্রবার ভোরে ডোমজুড়ের পাকুরিয়া ব্রিজ ধরে ফিরছিলেন এক ব্যক্তি। তখনই ব্রিজে লরির ধাক্কায় প্রাণ হারান তিনি। জানা গিয়েছে বাইক চালক একজন রেলকর্মী। কাজ সেরে সাঁতরাগাছি হয়ে ফিরছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ তিনি পথে ওই অবস্থায় পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি বলেই অভিযোগ। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘাতক লরির চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে বৃহস্পতিবার রাতে ডোমজুড়ের পার্বতীপুরে তিন বন্ধু বাইক চালানো শিখছিল। সেইসময় গাছে ধাক্কা মারে বাইক চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক সন্তু দলুই এর। জানা গিয়েছে কিছুদিন আগেই বাইকটি কিনেছিলেন তিনি। নিত্যদিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। সম্প্রতি বেহালা চৌরাস্তায় পথ দুর্ঘটনায় শিশু মৃত্যু ভাবিয়ে তুলেছে সকলেই।পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবুও হুঁশ ফিরছেনা চালকদের। বেপরোয়া গতিতে গাড়ি চলছেই। ইতিমধ্যেই প্রশাসন ব্লাইন্ড স্পট দমন করতে ফ্রন্ট ভিউ মিররের ব্যবস্থা করে দিচ্ছেন।

error: Content is protected !!