আজ মিজোরামের সেরছিপ জেলার পূর্ব লুংদার এলাকা থেকে এক কোটি ৫৪ লক্ষ টাকার নিষিদ্ধ মাদক হেরোইন-সহ গ্রেফতার হল দুজন। ধৃতদের গ্রেফতার করেছে ইন্সপেক্টর জেনারেল অসম রাইফেলস (পূর্ব)-এর অধীনস্ত ২৩ সেক্টর অসম রাইফেলসের সেরছিপ ব্যাটেলিয়ন। ধৃতদের কাছে থাকা একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।