শোপিয়ান জেলার চৌগাম এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ ২ জঙ্গি

শোপিয়ান জেলার চৌগাম এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিকেশ ২ জঙ্গি। পুলিশ জানিয়েছে, নিহত হওয়া দুই জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ-সহ অন্য উপকরণ উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের উপস্থিতির সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল এলাকাটি ঘিরে ফেলে এবং অভিযান শুরু করে। বাহিনীকে দেখেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। এরপরই গুলির লড়াই শুরু হয়ে যায়। বেশ কয়েকঘণ্টা লড়াই চলার পর দুই জঙ্গির দেহ পাওয়া যায় ঘটনাস্থল থেকে। উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

error: Content is protected !!