দক্ষিণ আফ্রিকার বক্সবার্গে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ২০

দক্ষিণ আফ্রিকার বক্সবার্গে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২০। আগুনে ঝলসে গিয়েছেন আরও অনেকে। শনিবার সকালে ওই এলাকায় একটি তেলের ট্যাঙ্কারে আচমকা বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে আগুনের এক বিরাট গোলাকে কুন্ডলী পাকিয়ে উপরের দিকে উঠে যেতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের পর ওই এলাকার একটি হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ওই ট্যাঙ্কারে লিকুইড পেট্রোলিয়াম ছিল। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল কর্মীরা। এই ঘটনায় একাধিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

error: Content is protected !!