ভারতী মাইক্রোব্লগিং সাইট ‘কু’-এর অ্যাকাউন্ট সাসপেন্ড করল টুইটার
কু-এর অ্যাকাউন্ট সাসপেন্ড করল কর্তৃপক্ষ। আজ, এই কথা জানিয়েছেন কু-এর কর্ণধার মায়াঙ্ক বিদ্বাক্তা। দেশে ভারতীয় মাইক্রোব্লগিং সাইটটির প্রায় ৫ কোটি ব্যবহারকারী রয়েছে। তবুও কেন আচমকাই টুইটার থেকে সরিয়ে দেওয়া হল কু-এর অ্যাকাউন্টটি, তা নিয়ে দ্বন্দ্বে সকলেই। মায়াঙ্ক জানিয়েছেন, ‘মাত্র দু’দিনের নোটিশেই অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে। পর্যাপ্ত কারণও দেখানো হয়নি’। তাঁর মতে সবটাই টুইটারের নতুন কর্ণদার […]
আরও পড়ুন