দিঘার মোহনায় মিলল বিশালাকারের হাঙর মাছ
সমুদ্র থেকে উঠে এল এক বিশালাকার হাঙর। যার ওজন ২০০ কেজি। রবিবার সকালের এই ঘটনাকে ঘিরে দিঘা মোহনায় চাঞ্চল্য ছড়ায়। বিশালাকার সেই মাছ দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ। হাঙর বিক্রি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এদিন মাছটিকে মোহনার নিলাম কেন্দ্রে আনা হয়। মাছটি কিনকে হুড়োহুড়ি পড়ে যায়। শেষপর্যন্ত ২৯ হাজার টাকা বিক্রি হয় হাঙরটি। জানা গিয়েছে, […]
আরও পড়ুন