খড়্গপুর শাখায় লাইনচ্যূত লোকাল ট্রেন
খড়্গপুর শাখায় লাইনচ্যূত লোকাল ট্রেন। জানা গিয়েছে, আজ, শনিবার হাওড়া থেকে মেদিনীপুরগামী ট্রেনটি গিরিময়দান স্টেশনের কাছে আচমকাই বেলাইন হয়ে পড়ে ট্রেনের একটি কামরা। যদিও লাইন থেকে সামান্য সরে গিয়েই থেমে যায় ট্রেনটি। ট্রেনটির গতি কম থাকায় কেউ জখম হননি। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল দপ্তর।
আরও পড়ুন