হাওড়া-মুম্বই সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার জেরে একগুচ্ছ ট্রেন বাতিল
ফের রেল দুর্ঘটনা। মঙ্গলবার ভোররাতে ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনে রাজখরসাওয়ান এবং বরাবাম্বুরের মধ্যবর্তী এলাকায় ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এক্সপ্রেস লাইনচ্যুত হয়। খেলনা গাড়ির মতো রেললাইনে ছিটকে পড়ে ট্রেনটির ১৮টি বগি। একটি মালগাড়ির সঙ্গে ধাক্কার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল। এই রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত […]
আরও পড়ুন