‘রোগী কল্যাণ সমিতিতে এবার থাকবেন জুনিয়র চিকিৎসকরাও’, ঘোষণা মুখ্যমন্ত্রীর
আরজি কর আবহেই স্বাস্থ্য ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী। বৈঠকে শেষে ঘোষণা, ‘রোগীকল্যাণ সমিতি পুরো ভেঙে দিয়েছি। সব প্রিন্সিপালরাই এখন রোগী কল্য়াণ সমিতির চেয়ারম্যান হলেন। এবার তাঁদের ওখানে MSVP-র থাকবে সদস্যরা। একজন করে জুনিয়র ডাক্তার, একজন করে সিনিয়র ডাক্তার বা HOD, সিস্টারের পক্ষ থেকে একজন এবং জনপ্রতিনিধি একজন থাকবে। তাঁরাই হাসপাতালে দায়িত্ব বহন করবেন’। […]
আরও পড়ুন