মহাকুম্ভের জন্য প্রস্তুত প্রয়াগরাজ
আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে মহাকুম্ভ ৷ তার আগে চলছে নজরদারি ৷ রবিবার সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সঙ্গম এলাকায় সর্বক্ষণ নজরদারির জন্য মহাকুম্ভের সময় 100 মিটার পর্যন্ত ড্রাইভিং করতে সক্ষম এমন আন্ডারওয়াটার ড্রোন মোতায়েন করা হবে । এছাড়াও, 92টি রাস্তার সংস্কার এবং 30টি ভাসমান সেতু নির্মাণ এবং 800টি বহুভাষিক সাইনবোর্ড লাগানো হচ্ছে ৷ […]
আরও পড়ুন