বিপুল ঋণের পরিশোধ না করতে পারায় আত্মঘাতী দম্পতি
কুলটির আলডি গ্রামে বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ। পরিবারের সদস্যদের দাবি, বিপুল টাকা ঋণ ছিল তাঁদের। ঋণ শোধ করতে না পারায় একাধিকবার অপমানিত হতে হয়েছে তাঁদের। সে কারণে সম্ভবত মানসিক অবসাদে চরম সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি। নিহতেরা হলেন বছর চল্লিশের রূপকুমার বাউড়ি এবং পঁয়ত্রিশের মালা বাউড়ি। কুলটির আলডি গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা দম্পতি। তাঁদের চার মেয়েও রয়েছে। […]
আরও পড়ুন