মধ্যমগ্রাম হত্যা কাণ্ডে করা হবে মা ও মেয়ের টি-আই প্যারেড
মধ্যমগ্রাম হত্যা-কাণ্ডে আজ ধৃত মা ও মেয়ের টি-আই প্যারেড করাবে পুলিশ। এই পদ্ধতির মাধ্যমে অভিযুক্ত আরতি ও ফাল্গুনীকে শনাক্তকরণ করবেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা। ইতিমধ্যে পুলিশের করা টি-আই প্যারেডের আবেদন মঞ্জুর করেছে বারাসত আদালত। আবেদন মঞ্জুর হতেই সময় নষ্ট না করে শনিবার টি-আই প্যারেডের জন্য বেছে নেওয়া হল দিনটি। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন ট্রলি ব্যাগে দেহ […]
আরও পড়ুন