
পোলেরহাটে ২টি ইটভাটায় হানা দিয়ে উদ্ধার ২১ শিশুশ্রমিক
বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাটে ২টি ইটভাটায় হানা দিয়ে উদ্ধার করা হলো ২১ শিশু-সহ এমন ৩৬ জন শ্রমিককে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার অভিযোগের ভিত্তিতে এ দিন যৌথ অভিযান চালায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (ডিএলএসএ) এবং পুলিশ। অভিযোগ, ওই শ্রমিকদের কৃতদাসের মতো খাটানো হচ্ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে পুলিশ-সহ ডিএলএসএ-র আধিকারিকেরা যখন প্রথম ইটভাটায় পৌঁছন, দেখেন, চুড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কাজ করতে হচ্ছে শ্রমিকদের। ডিএলএসএ-র এক কর্মী জানিয়েছেন, বড়দের সঙ্গে কাজ করছিল পাঁচ থেকে ১৫ বছরের কিশোর কিশোরীরা। শ্রমিকদের বেশিরভাগই জানান, ভোর ৩টে থেকে তাঁদের কাজ শুরু করতে বাধ্য করা হয়। বেশ কয়েকজন জানান, মাসের পর মাস তাঁদের মজুরি দেওয়া হয় না।