
‘আমাদের চেয়ার চাই না, আমি চাই বিজেপি হারুক,’ I.N.D.I.A জোট নিয়ে বার্তা তৃণমূল সুপ্রিমোর
কয়েকদিন আগেই বিজেপি বিরোধী ২৬টি দল বেঙ্গালুরুতে নতুন জোট ‘INDIA’ শুরু করে। সেই প্রসঙ্গে এদিন ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২৪ এর আগে ‘INDIA’ নামে জোট গড়তে পেরেছি। যা হবে এই ব্যানারে হবে। আমরা চেয়ারকে কেয়ার করি না। আমাদের চেয়ার চাই না। আমরা চাই বিজেপি দেশ থেকে বিতাড়িত হোক। আর বিজেপিকে নেওয়া যাচ্ছে না।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা স্যালুট জানাই মণিপুরের মানুষকে। বাংলা ও INDIA পক্ষ থেকে। বেটি বাঁচাও স্লোগান কোথায় গেল বিজেপি? আজ বেটি জ্বলছে। মণিপুরে, দেশে৷ বিলকিসের ওপর যারা অত্যাচার করেছিল, তাদের ছেড়ে দিয়েছেন। বক্সারদের অভিযোগকে গুরুত্ব দিলেন না। আর মণিপুরে এই অবস্থা। আগামীর ভোটে মহিলারা বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে।” তিনি এও বলেন, “বিজেপির প্ল্যান ফেক ভিডিও করবে। প্রধানমন্ত্রীর কথায় এটা পরিষ্কার। বাংলা, রাজস্থানের কথা বলেছেন মণিপুর নিয়ে বলতে গিয়ে। আমার একটাই বিনীত প্রশ্ন আপনার কাছে, আর কতদিন বেটি জ্বলবে, দলিত জ্বলবে। মণিপুর আমরা ছাড়ছি না। এখানে ১৫৪ কেন্দ্রীয় দল পাঠিয়েছেন। গ্রেফতার করেছেন আমাদের লোককে। বিজেপির কথা বলছে, কেমন করে বাংলায় ৩৫৫ করা যায় তার পরিকল্পনা করা হবে। প্রধানমন্ত্রীকে দলের তরফে বলছি, বিদেশে গিয়ে ভারতের জন্য কাঁদেন। আর দেশের মানুষ আপনার জন্য কাঁদছে।”