তেলঙ্গানা ও ছত্তিসগড় সীমানায় সেনা অভিযানে নিহত ২৮ মাওবাদী

তেলঙ্গানা ও ছত্তিসগড় সীমানায় কারেগাত্তা পাহাড়ের জঙ্গলে এখন শুধু গুলির শব্দ। মাওবাদীদের ‘পিপলস লিবারেশন গেরিলা আর্মি’র সবচেয়ে খতরনাক এবং আক্রমণাত্মক ‘১ নম্বর ব্যাটালিয়ন’কে নিশ্চিহ্ন করতে মঙ্গলবার থেকে ‘অপারেশন কারেগাত্তালু’ শুরু হয়েছে। ব্যাটেলিয়নের কম্যান্ডার হিদমা মাদভি ও তাঁর দলবলকে ধরতে জঙ্গলে ঘাঁটি গেড়েছে অন্তত ১০ হাজার এলিট কম্যান্ডো। সূত্রের খবর, ইতিমধ্যেই অন্তত ২৮ জন মাওবাদীকে নিকেশ করেছে বাহিনী, তবে সরকারি ভাবে এনকাউন্টারে হতাহতের সংখ্যা জানানো হয়নি। অন্যদিকে, মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে আহত হন ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’–এর এক জওয়ান। তাঁকে এয়ারলিফ্ট করে সরিয়ে আনা হয়েছে। নিহতদের মধ্যে চার জন মহিলা মাওবাদীকে শনাক্ত করা গিয়েছে। খতম তালিকায় হিদমা রয়েছে কি না, নিশ্চিত ভাবে জানা যায়নি।

error: Content is protected !!