শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে খাদে পড়ল গাড়ি, মৃত ৩, গুরুতর আহত ৪

কার্শিয়াংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী গাড়ি ৷ ঘটনাস্থলেই মৃত্যু ৩ মহিলার ৷ গুরুতর আহত অন্তত চার জন। চলতি বছরে কার্শিয়াংয়ে এটিই সব থেকে বড় দুর্ঘটনা বলে জানিয়েছে প্রশাসন৷ জানা গিয়েছে, এদিন আট জন যাত্রী নিয়ে ছোটগাড়িটি শিলিগুড়ি থেকে দার্জিলিং দিকে যাচ্ছিল। সেই সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি রাস্তা থেকে প্রায় ১৫ মিটার নীচে খাদে পড়ে যায়। ৮ যাত্রীর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর জখম হয়েছেন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য কার্শিয়াংয়ের এসডিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

error: Content is protected !!