সিমলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। গুরুতর আহত ১। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সিমলার ভোঙ্গ শহরের কাছে ঘটেছে দুর্ঘটনাটি। জানা গিয়েছে, একটি গাড়ি করে যাচ্ছিলেন চারজন ব্যক্তি। আচমকাই সিমলার সোঘি-মেহিল বাইপাসের কাছে ওই গাড়িটি চলন্ত অবস্থায় পাল্টি খেয়ে যায়। যার ফলে ঘটে দুর্ঘটনাটি।