
জম্মু-কাশ্মীরে খতম ৩ জঙ্গি
দীর্ঘক্ষণ নিরাপত্তাবাহিনীর জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ের পর মৃত্যু হল সিধরার ৩ জঙ্গির। জানা গিয়েছে, আজ ভোররাতে তল্লাশি অভিযানের সময় সিধরায় একটি ট্রাককে আটকানো হয়। সেই ট্রাকে লুকিয়ে ছিল ওই ৩ জঙ্গি। তাদের পাকড়াও করতে গেলে জওয়ানদের ওপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। শুরু হয় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের গুলির লড়াই। দীর্ঘক্ষণ ট্রাকটিকে ঢাল করে লড়াই চালিয়ে যায় তারা। অবশেষে নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে মারা যায় ওই ৩ জঙ্গি। গুলির লড়াই চলাকালীন আগুনও লেগে যায় ট্রাকটিতে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। তবে ট্রাকটির চালক অকুস্থল থেকে পালাতে সক্ষম হয়েছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। এই ঘটনার ফলে সংশ্লীষ্ট সড়কে স্তব্ধ যান চলাচল। ট্রাকটিতে করে জঙ্গিরা জম্মুর বাইরে বেরনোর চেষ্টা করছিল বলে অনুমান নিরাপত্তাবাহিনীর।