গত ৫ দিনে বারাকপুরে ৩টে শ্যুট আউট, উদ্ধার ৩৫টি বোমা

গত পাঁচ দিনে তিন-তিনটে শ্যুট আউটের ঘটনা ঘটল বারাকপুর শিল্পাঞ্চলে। রবিবার সকালে জগদ্দলে, বুধবার রাতে টিটাগর জিসি ঘোষ রোডে আর বৃহস্পতিবার রাতে ভাটপাড়ায় দুষ্কৃতীরা গুলি চালায়। পর পর শ্যুট আউটের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে। গুলি চালানোর জের মিটতে না মিটতেই ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডের মাদরাল দিঘির পাড় এলাকায় ৩৫টির মতো তাজা বোমা উদ্ধার করেছে পুলিস। এই ঘটনাটির পর মানুষের উদ্বেগ দ্বিগুণ হয়েছে। পুলিসের বক্তব্য, কারা বোমা মজুত করেছিল তা খুঁজে দেখার কাজ চলছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে অশোক সাউ নামে এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় ও বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন অশোকবাবু। তারপর বুধবার রাতে টিটাগড়ের জি সি ঘোষ রোডে তিন দুষ্কৃতী গুলি চালায়। এই ঘটনায় মহম্মদ ইউসুফ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভাটপাড়া এলাকায় ফের শ্যুটআউট। উমেশ সাউ নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। উমেশবাবুর ভাই জানান, গুলি চালানোর পর আমরা চিত্কারে শুরু করি। লোকজন ছুটে আসে। তখন তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। শ্যুট আউটের ঘটনার পাশাপাশি ৩৫ নম্বর ওয়ার্ডে দিঘিরপাড় এলাকা থেকে ৩৫টি তাজা বোমা উদ্ধার হয়। বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে বোমা নিষ্ক্রিয় করে। তিনটি প্লাস্টিকের ড্রামে বোমাগুলি রাখা ছিল। আইনশৃঙ্খলার পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটনায় প্রবল আতঙ্ক তৈরি হয়েছে বারাকপুরে। পুলিসের একাংশের বক্তব্য, অপরাধীরা জামিনে ছাড়া পেয়ে নতুন করে অশান্তি পাকাচ্ছে। গত জুন-জুলাই মাসে পরপর খুনের ঘটনার পর বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। তারা জামিনে মুক্ত হয়ে ফের অবাধে দুষ্কৃতীকার্য চালাচ্ছে। 

error: Content is protected !!