
খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, প্রাণ হারালেন ৩ জওয়ান
গভীর খাদে গাড়ি পড়ে যাওয়ায় প্রাণ হারালেন তিনজন সেনা । রবিবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় । রাস্তা থেকে ছিটকে সেনাবাহিনীর গাড়ি ৭০০ ফুট গভীর খাদে পড়ে গেলে তিন সেনা সদস্য নিহত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন । তাঁরা আরও জানান, ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে জম্মু থেকে শ্রীনগরগামী একটি কনভয়ের অংশ হিসেবে সেনাবাহিনীর ট্রাকটি যাচ্ছিল । সকাল সাড়ে 11টা নাগাদ ব্যাটারি চশমার কাছে দুর্ঘটনাটি ঘটে । সেনাবাহিনী, পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা তাৎক্ষণিকভাবে একটি যৌথ উদ্ধার অভিযান শুরু করার পর গাড়িতে থাকা তিন জওয়ানকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায় । নিহতদের নাম সিপাহি অমিত কুমার, সুজিত কুমার এবং মান বাহাদুর । তাদের মৃতদেহ খাদ থেকে উদ্ধার করা হয় । এত উঁচু থেকে গভীর খাদে পড়ে যাওয়ার ফলে সেনাবাহিনীর গাড়িটি কার্যত ধাতব স্তূপে পরিণত হয় ।