ত্রিস্তরীয় নিরাপত্তায় ১১টি কেন্দ্রে চলছে পৌর নির্বাচনের ভোটগণনা

সকাল থেকেই কলকাতা পৌর নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, হেস্টিংস হাউস, গীতাঞ্জলি স্টেডিয়াম, বরিশা বিবেকানন্দ কলেজ সহ ১১টি কেন্দ্রে।  সেই ১১টি কেন্দ্রে বাইরেটা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷ রয়েছে কলকাতা পুলিশের ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনাকেন্দ্র গুলির সুরক্ষায় ব্যারিকেড করে পুলিশ কর্মীদের ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে । গোটা পুলিশি ব্যবস্থার ইনচার্জ অ্যাসিসটেন্ট কমিশনার পদমর্যাদার একজন পুলিশ আধিকারিক । তাঁকে নেতৃত্ব দিচ্ছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার দু’জন আধিকারিক । তাঁরা মূলত রাউন্ডে রয়েছেন । অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার বাইরে ও ভিতরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৷ কমিশন সূত্রে খবর, বেলা ২ টো থেকে ৩টের মধ্যেই সম্পূর্ণ ফলাফল প্রকাশ হয়ে যাবে ।

error: Content is protected !!