বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত ৩ বছরের শিশু

বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল এক শিশুর। মঙ্গলবার সকাল ১০ টা নাগাত পঞ্জাবের কিরাতপুর সাহিব এলাকার রেললাইনে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে খবর, শিশুটির নাম খুশি। বয়স ৩। বাবার সঙ্গে রেললাইন পার হতে গিয়েই নির্মম পরিণতির শিকার হয় একরত্তি। বাবা রেললাইন পার করে ফেললেও ব্যর্থ হয় মেয়ে। ট্রেন আসছে তা বুঝে ওঠার আগেই সব শেষ। ট্রেনে চাপা পড়ে বছর তিনের খুশি। পুলিশ এও জানিয়েছে, ট্রেনের চালক তিন বার হর্ন বাজিয়েছিলেন কিন্তু দ্রুতগামী এই ট্রেন থামাতে ব্যর্থ হন চালক। বন্দে ভারত এক্সপ্রেসে চাপা পড়ল তিন বছরের খুশি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একরত্তির। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।

error: Content is protected !!