তিস্তায় ৯ সেনাকর্মী সহ ৩২টি দেহ উদ্ধার, এখনও নিখোঁজ শতাধিক

সিকিমের হড়পা বানে ৯ জন সেনাকর্মী সহ মোট ৩২টি মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ আছেন এখনও শতাধিক মানুষ। তার মানে সরকারী হিসেবে তিস্তার হড়পা বানে মৃত্যুর সংখ্যা ৩২-এ গিয়ে দাঁড়াল। জোরকদমে চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। গত বুধবার মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে লোনাক হৃদ ফেটে তিস্তার হড়পা বানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গোটা এলাকা। হড়পা বানের তোড়ে তিস্তার জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। তিস্তার হড়পা বানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে সিকিমের মঙ্গন।

error: Content is protected !!