
আজও বাতিল ৩৩টি দূরপাল্লার ট্রেন
করমণ্ডল-যশবন্তপুর এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার জেরে ট্রেন বাতিল অব্যাহত। গত শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ এই ঘটনায় ২৭৫ জন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় রেল ট্র্যাক। আজ বৃহস্পতিবারও চলবে ট্র্যাক মেরামতির কাজ। মূলত খড়্গপুর-ভদ্রক সেকশনে বাহানাগা বাজার স্টেশনে এই জরুরি মেরামতির কাজ চলবে। যার জেরে আজ বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব রেলের ৩৩টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। আজ বাতিল হয়েছে –‘পাটনা-পুরী’, ‘হাওড়া-ভুবনেশ্বর’, ‘হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস’, ‘শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস’, ‘সাঁতরাগাছি-ম্যাঙ্গালোর বিবেক এক্সপ্রেস’, ‘পুরী-হাওড়া শতাব্দী’, ‘পুরী-শিয়ালদহ দুরন্ত’, ‘শালিমার-পুরী গরীব রথ’, ‘পুরী-শালিমার সুপারফাস্ট’, ‘এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া হামসফর এক্সপ্রেস’, ‘হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস’, ‘চেন্নাই-শালিমার করমণ্ডল’ প্রমুখ ট্রেন। সব মিলিয়ে দুর্ঘটনার সাত দিন পরও পূর্ব থেকে দক্ষিণ ভারতের মধ্যে একাধিক ট্রেন বাতিলের ঘটনায় চরম দুর্ভোগে যাত্রীরা।